ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, সরকার বিদায় করতে প্রস্তুত হোন। আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দেব। তবুও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ঘরে ফিরব না।
শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির জনসমাবেশ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্যামলী ক্লাব মাঠ আদাবর লিংক রোড এ জনসমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। আমান উল্লাহ আমান বলেন, আওয়ামী লীগ জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। সরকার গুলি চালিয়ে আন্দোলন বন্ধ করতে চায়। দেখতে চাই এই সরকারের কত গুলি আছে?
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, মীর সরাফত আলী সপু, রাকিবুল ইসলাম বকুল, যুবদলের মামুন হাসান, তাবিথ আউয়াল, এস এম জিলানী, ইয়াসিন আলী, সুলতানা আহম্মেদ, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, শাহ নেসারুল হক, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, ঢাকা মহানগর সদস্য এডভোকেট আক্তারুজ্জামান, সোহেল রহমান, হাজী মো. ইউসুফ, এবিএমএ রাজ্জাক, দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এস আহমাদ আলী, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন, রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, ইঞ্জিনিয়ার মজিবুল হক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আবদুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলু, মোহাম্মদপুর থানা বিএনপির ৩৪ নম্বর ওয়ার্ড সভাপতি এড. মাসুম খান রাজেসসহ প্রমুখ নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/শফিক