রাজধানীর তেজগাঁও থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ওসমান মোল্লাকে (৩৬) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। আজ দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি জানান। শনিবার রাতে তেজগাঁও থানার তেজগাঁও শিল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসমান ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ফলিয়া গ্রামের মৃত কাওসার মোল্লার ছেলে।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, ওসমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তার নামে ঢাকার মতিঝিল থানায় ২০১৪ সালে একটি মাদক মামলা দায়ের হয়। ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার নামে যাবজ্জীবন সাজা দেওয়ার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন-যাপন করে আসছিলেন।
বিডি প্রতিদিন/এএ