গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে। সোমবার সকাল থেকে যানবাহনের চাপ কম থাকলেও দুপুর ১২টার পর থেকে চাপ বাড়ছে।
জানা গেছে, আশপাশের কারখানাগুলো ছুটি হওয়ায় চাপ বৃদ্ধি পেয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর মহাসড়কের যাত্রীদের সংখ্যা বেড়ে গেছে। অতিরিক্ত ভাড়া নেওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
রংপুরগামী শফিকুল ইসলাম জানান, চন্দ্রা থেকে রংপুরে যাব। ১৫০০ টাকা ভাড়া চায়। আগের চাইতে ৫০০ টাকা বেশি। কী করব, বাড়িতে যেতে হবে। এর জন্য গাড়িতে উঠলাম।
জমিলা আক্তার নামে একজন জানান, সকাল থেকেই দাঁড়িয়ে আছি। গাড়িতে উঠতে পারছি না। লোকজনের অনেক চাপ।
গাজীপুর রিজওয়ানের হাইওয়ে পুলিশের এসপি মোস্তাফিজুর রহমান জানান, মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, এজন্য পুলিশ মহাসড়কে কাজ করছে।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        