বরিশাল জেলা (উত্তর) যুবদলের আহবায়ক ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পিপলুর মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা (উত্তর) যুবদলের উদ্যোগে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম সেন্টু খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এইচএম তছলিম উদ্দিন।
বক্তব্য রাখেন জেলা (উত্তর) কমিটির যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ এবং ৩ যুগ্ম আহবায়ক কাওছার মোল্লা, শাহআলম হাওলাদার ও স্বপন ভূঁইয়া। সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এএ