আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বঙ্গবন্ধু চির প্রাসঙ্গিক, স্ব-মহিমায়, স্ব-কীর্তিতে ভাস্বর।
সোমবার বাদ এশা ৯৩ নং ওয়ার্ডের অন্তর্গত বিসিআইসি কলোনি, কুমির শাহ মাজার, গ্রীন সিটি বাসির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা বিজয়ী করার লক্ষে উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন নিখিল।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত হচ্ছে। বঙ্গবন্ধুর আশীর্বাদে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশের আমূল পরিবর্তন করেছেন। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন, স্মার্ট বাংলাদেশে পরিণত করার চেষ্টা চালাচ্ছেন।
৯৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি শেখ আব্দুল মান্নান এর সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ৯৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি শোয়েব আলী ও সাধারণ সম্পাদক শেখ তানিম কায়েস সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন