১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:১৮

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

অনলাইন ডেস্ক

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

প্রতীকী ছবি

যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাঁচতে দীর্ঘ ১৪ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন মো. বাবুল লস্কর (৪২)। গোপন তথ্যে খবর পেয়ে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমে বলেন, গোপন সংবাদে ১৭ সেপ্টেম্বর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে বাবুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অপহরণের মামলা রয়েছে। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

মামলা দায়েরের পর থেকে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন বাবুল। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

বিডি প্রতিদিন/এএ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর