আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত-শিবির চক্রকে বয়কট করে আওয়ামী লীগের সঙ্গে থাকতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাজাহান খান এমপি।
মঙ্গলবার রাতে নগরীর কাশীপুর বরিশাল জেলা ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে এক জরুরি সভায় এই আহ্বান জানান তিনি।
শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় শ্রমিকদের স্বার্থে কথা বলেন। দেশের সকল শ্রমিক কীভাবে ভালো থাকবেন, সেই দিক-নির্দেশনা শ্রমিকদের দিয়ে থাকেন।জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. আবু সাঈদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী, আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. ইউসুফ হাওলাদার ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন কালাম মোল্লা।
বিডি প্রতিদিন/এমআই