২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৪৮

গাজীপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে কর মেলার উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে কর মেলার উদ্বোধন

স্থানীয় সরকার দিবস উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনে তিন দিনব্যাপী কর মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে নগর ভবন প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন।

 
এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি নগর ভবন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে এসে শেষ হয়। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম সফিউল আজম, সচিব আব্দুল হান্নান, প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে, কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, মাহবুবুর রহমান শিপু, আয়েশা খাতুন, নাসেরা সুলতানা বেবি অংশ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এদিকে এ উপলক্ষ্যে দুপুরে চান্দনা চৌরাস্তায় সিটি করপোরেশনের ৬ নম্বর জোনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে ৬ নম্বর জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস এম আলতাব হোসেন, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদ মন্ডল ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল কাদির মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালিটি চান্দনা চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর