রাজধানীর শাজাহানপুর থানার খিদমাহ হাসপাতালের বিপরীত পাশের রেললাইনে ট্রেনের ধাক্কায় আবির হোসেন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আবিরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু সাঈদ জানান, দুপুর আড়াইটার দিকে ওই ব্যক্তি খিদমাহ হাসপাতালের বিপরীত পাশে রেল লাইন দিয়ে অন্যমনস্ক হয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এমন সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা আছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক