রাজধানীর মুগদার এলাকায় চলন্ত মোটরসাইকেল ট্রাকের পেছনে ধাক্কা লেগে মো: ইমন খন্দকার (৪২) নামে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরোহী ফারুক হোসেন (৪০)।
তারা দুজনেই ট্রাক মালিক। তাদের বাসা দক্ষিণ মান্ডা এলাকায়। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
এর সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: বাচু মিয়া। তিনি বলেন, ইমনের মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ফারুক চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহতের বন্ধু মোশাররফ হোসেন বলেন, তাদের কাজ চলছে ডেমরা কোনা পাড়া এলাকায়। তারা মান্ডা থেকে ডেমরা কাজের ট্রাকের খোঁজ নিতে যাওয়ার পথে একটি থামানো ট্রাকের পেছনে লাগিয়ে দিয়ে তারা আহত হয়।
সে সময়ে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইমন, পেছনে ছিলেন ফারুক। সে এলাকায় ট্রাকের ধাক্কায় তারা আহত হন। দুর্ঘটনার সংবাদ শুনে এগিয়ে দেখতে পাই, গুরুতর আহত ব্যাক্তি আমার বন্ধু, পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কমলনই, কুটিপাড়া গ্রামের তোফাজ্জল খন্দকারের ছেলে
মৃত ইমন খন্দকার ।
বিডি প্রতিদিন/এএ