রাজধানীর মুগদায় চলন্ত মোটরসাইকেল ট্রাকের পেছনে ধাক্কা লেগে মো. ইমন খন্দকার (৪২) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরোহী ফারুক হোসেন (৪০)। ইমন খন্দকার ও ফারুক হোসেন দুজনেই ট্রাক মালিক। দক্ষিণ মান্ডা এলাকায় তাদের বাসা।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ইমনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ফারুক চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন