বরিশালে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর ওলামা দলের আহবায়ক মাওলানা মো. আবদুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মো. মাহাজাবিল নাঈম খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক ও বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব মীর জাহিদুল কবির।
বক্তব্য রাখেন জেলা যুবদল সাধারণ সম্পাদক এইচএম তছলিম উদ্দিন, জেলা (দক্ষিন) ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. রফিকুল ইসলাম, জেলা ওলামা দল আহবায়ক মাওলানা মো. লুৎফুল্লাহ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল