বরিশাল জেলার ১ হাজার ২শ’ ৫০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের মধ্যে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান। গত বৃহস্পতিবার তাকে শ্রেষ্ঠ সভাপতি ঘোষণা করে জেলা প্রশাসন।
তিনি বাবুগঞ্জ উপজেলার ৮ নম্বর পূর্ব ইসলামপুর সরকারী প্রার্থমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি। আলহাজ্ব মো. মিজানুর রহমান ২২ সালের ১০ আগষ্ট ওই স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়ে প্রথম বছরের শ্রেষ্ঠ সভাপতি হয়ে চমক সৃষ্টি করেছেন।
এ বিষয়ে জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মো. মিজানুর রহমান। আগামীতে আরও ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল