বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারা (আওয়ামী লীগ) নাকি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করে। তাদের এই কথা শুনলে ঘোড়াও হাসে।’
আজ শনিবার রাজধানীর রমনায় দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত শিক্ষক কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চাকরি জাতীয়করণ, শিক্ষক-কর্মচারী নির্যাতন বন্ধ ও চাকরিচ্যুতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে বিএনপি সমর্থক শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। ২০১৪ ও ২০১৮ সালে তা প্রমাণিত হয়েছে’।
বিএনপি মহাসচিব বলেন, ‘সাধারণ মানুষের মতামত দেওয়ার একটাই সুযোগ ছিল ভোটের দিন। সেই অধিকার এই সরকার কেড়ে নিয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনের কথা সরকার শুনছে না। চোরে না শোনে ধর্মের কাহিনি। এখন শোনাতে হবে। শোনানোর জন্য যা কিছু করা প্রয়োজন করা হবে। সময় আছে সসম্মানে চলে যান’।
দেশের শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ অবস্থা শিক্ষা ব্যবস্থার। শিক্ষাকে বাঁচাতে সরকার পরিবর্তন করতে হবে। টাকা ও দলীয় বিবেচনা ছাড়া শিক্ষক নিয়োগ হয় না। তারা (সরকার) এ খাতকে পঙ্গু করে দেশকে নতজানু করে রাখতে চায়। বর্তমানে পাঠ্যক্রমে শিক্ষা নেই’।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ