রাজধানীর রমনা থানাধীন মালিবাগ ফ্লাইওভার ব্রিজের উপর থেকে পড়ে সাহিদা ইসলাম মীম (২১) নামে তরুণীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
সংবাদ পেয়ে রমনা থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে, আইনি প্রকৃয়া শেষে রাত ৩টায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে পাঠিয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করেন থানার উপ-পরিদর্শক (এসআই) আমেনা খানম। তিনি সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, মৃত্যুর পূর্বে ধর্ষিতা হয়েছিল কিনা, ও মাদকাসক্ত ছিল কিনা।
পুলিশের ঐ কর্মকর্তা মৃতার মায়ের বরাদ দিয়ে বলেন, কপি খাওয়ার কথা বলে তার এক বন্ধু ফোন করে ডেকে নিয়ে গিয়েছিল সাহিদাকে। এর বেশি কিছু তিনি জানাতে পারেননি। প্রকৃত ঘটনাটি কি ভাবে ঘটেছে, কেনই বা ঘটেছে। তা তদন্ত করে দেখা হচ্ছে, এছাড়াও ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর, প্রকৃত ঘটনাটি বলা যাবে।
হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা, বাগিচার টেক এর মৃত শেখ আবু সাঈদ ও আজিমুন ইসলাম নাজমা এর মেয়ে সাহিদা। বর্তমানে হাতিরঝিল থানার ওমর আলী লেন এর হোপ কুঞ্জ থাকতেন।
বিডি প্রতিদিন/এএ