বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি।
সোমবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় থেকে মহানগর ও উত্তর জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বান্দ রোডের মুক্তিযোদ্ধা পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা (উত্তর) বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির ও যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন সিকদারসহ অন্যরা।
বক্তারা অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জন্য সরকারের কাছে দাবি জানান।
একই দাবিতে একই সময় সদর রোডের টপটেন মোড়ে বিক্ষোভ সমাবেশ করে জেলা (দক্ষিন) বিএনপি। জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও কেন্দ্রিয় কমিটিরসহ বন ও পরিবেশ বিষয়ক কাজী রওনাকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিনসহ অন্যরা।
বক্তারা খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানান। সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিএনপির পৃথক কর্মসূচি উপলক্ষ্যে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/এএ