১১ অক্টোবর, ২০২৩ ০২:৩৬

রাজধানীর উত্তরায় সাইদ গ্রান্ড সেন্টারে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরায় সাইদ গ্রান্ড সেন্টারে ভয়াবহ আগুন

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরা ৭ নস্বর সেক্টরের সাইদ গ্রান্ড সেন্টারে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে ২৪ টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দিনগত রাত ১ টা ১৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পরিদর্শক রাফিয়াল ফারুক বিষয়টি নিশ্চিত করেন৷ 

তিনি জানান,সাইদ গ্রান্ড সেন্টারের ১, ২ ও ৩ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালাচ্ছে। ইউনিট আরও বাড়তে পারে৷  তিনি আরও জানান, প্রাথমিকভাবে কী কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।  

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ফায়ার ফাইটার আনিসুর রহমানও ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর