১৭ অক্টোবর, ২০২৩ ১৯:৪৪

রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে স্বামীর সাথে ঝগড়ার পর স্ত্রী আত্মহত্যা করেছে। তার নাম জান্নাতুল ফেরদৌস ইতি (১৮)। তিনি গৃহিণী ছিলেন। খিলগাঁও নন্দিপাড়া একটি বহুতল ভবনে সাবলেট (স্বামী স্ত্রী) থাকতেন। তার স্বামীর নাম মাহাদি ইসলাম। 

খিলগাও থানার  উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভিন বলেন, সংবাদ পেয়ে ঐ বাসা থেকে মঙ্গলবার সকালে  পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে, শেষে মঙ্গলবার বিকালে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

গৃহিণীর বান্ধবী সুইটি একই ফ্লাটের বাসিন্দা বলেন, সোমবার দিন থেকে রাত পর্যন্ত তাদের মোবাইলে ঝগড়া হয়। পরে ইতি তার মা সুমি আক্তারকে আসতে বলেন, তিনিও আসেন। এবং রাতে তার রুমে ছিল। আর ইতি ছিল আমার রুমে, সেখানেও রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। আমি ঘুমিয়ে ছিলাম। সকালে উঠে দেখি বারান্দায় লাশ। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর