ঢাকায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রায় ২৫-৩০ হাজার নেতাকর্মীর বহর নিয়ে যোগদান করেছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। শনিবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ।
এসময় শামীম ওসমানের হাতে নৌকা প্রতীক দেখা যায়। সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্ট থেকে বাস-ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন শামীম ওসমানের অনুসারী যুবলীগ, ছাত্রলীগের, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা। সকালেই ঢাকার গুলিস্তান এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন তারা।
মহানগর যুবলীগ নেতা কাউছার আহম্মেদ জানান, আমরা ঢাকার সমাবেশে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে আছি। কেউ নাশকতা করলে আমাদের নেতা শামীম ওসমানের নির্দেশে আমরা তা প্রতিরোধ করব।
বিডি প্রতিদিন/হিমেল