বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বরিশালে দলীয় কার্যালয় চত্ত্বরে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকাল ১০ টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
প্রায় ২ ঘণ্টা দলীয় কার্যালয়ের সামনে অবস্থানের সময় বিদায়ী সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, সহসভাপতি মো. হোসেন চৌধুরী, বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মনিরুল ইসলাম ছবি, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফায়জুল হক ফয়েজ ও সম্পাদক দেলোয়ার মুন্সি, জেলা যুবলীগ সভাপতি জাকির হোসেন মহানগর শ্রমিকলীগ সভাপতি পরিমল চন্দ্র দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সিনিয়র নেতৃবৃন্দ প্রায় ২ ঘণ্টা দলীয় কার্যালয় চত্ত্বরে অবস্থানের সময় শ্লোগানে মুখর রাখে নেতাকর্মীরা। বেলা ১২টার দিকে নেতাকর্মীরা দলীয় কার্যালয় ত্যাগ করেন।
বিডি প্রতিদিন/হিমেল