রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির আরো ৪৪ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তবে পুলিশের দাবি, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই আমাদের নেতাকর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে। প্রত্যেক কর্মসূচির সময় পুলিশ এ তল্লাশি গ্রেফতার অভিযান চালিয়ে থাকে। কয়েকদিনে আমাদের প্রায় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
বিডি প্রতিদিন/হিমেল