বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, হত্যাকাণ্ড, নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে রংপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নগরীর বেতপট্টি মোড়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুলের সঞ্চালনায় ও মহানগর আ'লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদৎ হোসেন বকুল, মহানগর আ'লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল