রংপুরের পীরগাছায় ব্যবসায়ী ফরেস মিয়া হত্যা মামলায় ৪ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ শহিদুল ইসলাম এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, রংপুরের পীরগাছা উপজেলার কান্দি কাবিলপাড়া গ্রামের আমিন মিয়ার ছেলে ফরেস মিয়া গরু ছাগলের ব্যবসা করতেন। ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি দুপুরে ফরেস মিয়া স্থানীয় চৌধুরানী হাটে ছাগল বিক্রি করে তার বাসায় আসে। এরপর সন্ধ্যার সময় বাইরে গিয়ে তিনি আর বাসায় ফিরে আসেননি। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি পীরগাছা থানায় জিডি করে তার বাবা আমিন মিয়া। এরও দুদিন পর ১১ ফেব্রুয়ারি স্বজনরা জানতে পারে কাবিলপাড়া গুচ্ছ গ্রামে বালুর স্তুপের মধ্যে একটি মৃতদেহ পড়ে আছে। স্বজনরা সেখানে গিয়ে ফরেস মিয়ার মরদেহ শনাক্ত করে। খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ ঘটনা স্থলে এসে নিহত ফরেস মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত ফরেস মিয়ার বাবা আমিন মিয়া বাদী হয়ে পীরগাছা থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যা মামলা দায়ের করে।
পুলিশ তদন্ত করতে গিয়ে প্রথমে একই গ্রামের শাহিন মিয়া ও জাহিদুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা দুজনই ফরেস মিয়াকে হত্যা করার কথা স্বীকার করেন। তারা আরও দুই সঙ্গী সাজেদুল ও কাল্টু মিয়ার নাম জানায়। পুলিশ শাহিন মিয়া ও জাহিদুল ইসলামকে আদালতে হাজির করলে তারা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। মামলাটি তদন্ত শেষে পীরগাছা থানার ওসি (তদন্ত) আজিম উদ্দিন ৪ আসামি শাহিন মিয়া, জাহিদুল ইসলাম, সাজেদুল ইসলাম ও কাল্টু মিয়ার বিরুদ্ধে ২০১৯ সালের ৩ জুলাই আদালতে চার্জসীট দাখিল করে। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার করে জরিমানা এবং লাশ গুম করার অপরাধে আরো ৫ বছর কারাদণ্ডের আদেশ দেন।
সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী পিপি আব্দুল মালেক জানান, এ রায়ে তারা সন্তোাষ প্রকাশ করছেন।
বিডি প্রতিদিন/হিমেল