নারায়ণগঞ্জের আড়াইহাজার পাচরুহী এলাকায় আন্দোলনকারী কর্তৃক আহত পুলিশ কনস্টেবল নুরুল হককে (৫০) স্থানীয় হাসপাতাল হয়ে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯ টার দিকে ঘটনাটি ঘটে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে বেলা পোনে ১২ টায় একই থানার আরেক কনেস্টেবল আমিনুর রহমান তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, নুরুল হক জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, এর আগে ২৮ অক্টোবর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আহত হয়ে ঢামেক হাসপাতালে তিন পুলিশ সদস্য ও এক আনসার সদস্য ভর্তি রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল