অবরোধ সফল করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন একাডেমিক ভবনে তালা দিয়েছে শাখা ছাত্রদল। তবে জানতে পেরে প্রক্টরিয়াল বডি এসব তালা খুলে ফেলেছে। এদিকে অবরোধ প্রতিহতের ঘোষণা দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, অবরোধ সর্বাত্মকভাবে পালন করতে আমরা মাঠে আছি। সমাবেশে হামলা, হত্যা, গ্রেফতারের প্রতিবাদ এবং সরকার পতনের একদফা দাবি আদায়ে এ কর্মসূচি পালনে শাখা ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
জানা গেছে, বিএনপি-জামায়াত ঘোষিত অবরোধ সফল করতে ভোরে বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেন ছাত্রদলের প্রায় ১০ জন নেতাকর্মী। এসময় অবরোধ লেখা সংবলিত প্লেকার্ড ঝুলিয়ে তিনটি একাডেমিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তারা। তবে জানতে পেরে তালা খুলে দেন প্রক্টরিয়াল বডি। ক্যাম্পাস সংলগ্ন বিভিন্ন মোড়ে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
এদিকে অবরোধ প্রতিহতের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল শেষে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের পাশে আছে ছাত্রলীগ। জামায়াত-বিএনপির অবৈধ অবরোধ মানি না। এ অবরোধ সর্বাত্মক প্রতিহতের ঘোষণা দেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।
নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রক্টরিয়াল বডি সজাগ আছে। ক্যাম্পাসে বিশৃঙ্খল কোন পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা নেই।
বিডি প্রতিদিন/হিমেল