মেয়েকে যৌন হয়রানির অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিকেল সেন্টারে দন্তচিকিৎসক রাজু আহমেদের বিরুদ্ধে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবিনা ইয়াসমীন।
মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন।
এ কর্মকর্তা জানান, আজ দুপুরে একটি মামলা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে কাজ চলছে।
এজাহারে বলা হয়েছে, পূর্ব পরিচিত হওয়ায় ডা. রাজু আহমেদের কাছে নিয়মিত চিকিৎসা নিতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মেয়ে। গত সোমবার চিকিৎসা নিতে মায়ের সঙ্গে নগরীর আমেনা ক্লিনিকে যান ওই মেয়ে। চিকিৎসা চলাকালে ওই মেয়ের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন রাজু আহমেদ। এতে ভীত হয়ে চিৎকার শুরু করেন ভুক্তভোগী। পরে চেম্বারে প্রবেশ করে মেয়েকে কান্নারত অবস্থায় দেখেন সাবিনা ইয়াসমিন। এ ঘটনায় যৌন হয়রানি অভিযোগ এনে মামলা করেন তিনি।
জানা গেছে, মেয়ের মুখে যৌন হয়রানির কথা শুনে ক্ষিপ্ত হন সাবিনা ইয়াসমীন এবং বিভাগের কিছু শিক্ষার্থী নিয়ে অভিযুক্ত চিকিৎসককে মারধর করেন। এতে আহত হয়ে রামেকে জরুরি বিভাগে চিকিৎসা নেন ডা. রাজু। তিনি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আবাসিক চিকিৎসক হিসেবেও নিযুক্ত আছেন।
অভিযোগের ব্যাপারে জানতে রাজু আহমেদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও সেটা সম্ভব হয়নি।
এদিকে, যৌন হয়রানি ও শিশু নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়ে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের মহিলা পরিষদ।
শিক্ষক-শিক্ষার্থীরা জানান, যার কাছে একজন শিশু পর্যন্ত নিরাপদ নয়, তার কাছে জাতি কি আশা করে। এই ঘটনায় স্পষ্ট হয় যে, তিনি আগেও অনেকের সঙ্গে এমন অপকর্মে জড়িয়েছেন। চিকিৎসার মতো এই মহান পেশাকে তিনি কলঙ্কিত করেছে। তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে অব্যাহতি সহ দৃষ্টিন্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বিভাগের অধ্যাপক সৈয়দ মহিউদ্দিন আব্দুস সালাম ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোবাররা সিদ্দিকা প্রমুখ। এ সময় বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত