রাজধানীর পল্টন থানায় নাশকতার মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ তিনজনকে ৮ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
রিমান্ডে নেওয়া অপর আসামিরা হলেন যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ ও গোলাম কিবরিয়া।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ মিয়া। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২ নভেম্বর তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ মিয়া। আসামিপক্ষে বিএনপিপন্থী আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ৮দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আমিনুলকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ