১৬ নভেম্বর, ২০২৩ ১৪:৩১

কাঁচপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক অনুষ্ঠান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

কাঁচপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক অনুষ্ঠান

নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় কাঁচপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন এবং সোনারগাঁ উপজেলা ভাইস-চেয়ারম্যান বাবুল ওমর বাবুর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের প্রবেশ পথ কাঁচপুর পয়েন্টে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

সোনারগাঁ উপজেলা ভাইস-চেয়ারম্যান বাবুল ওমর বাবু বলেন, সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করছেন। রাজপথে থেকেই দেশ বিরোধীদের অবরোধ নৈরাজ্য মোকাবিলা করার ঘোষণাও দেন তারা।

মোশাররফ হোসেন জানান, নির্বাচনের তফসিল ঘোষণাকে জনগণ স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই অবাদ, সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের কঠোর হাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা দমন করবে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর