রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে ৪২টি ক্লে-ব্রিকস (ইট) উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য আলামত জব্দ করেছে।
আজ বৃহস্পতিবার রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রংপুর, দিনাজপুর ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। সার্ভিল্যান্স অভিযানে রংপুরের দুইটি দিনাজপুরের ৩৬টি এবং গাইবান্ধার ৪টিসহ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক (সিএম) প্রকৌশলী মো. জাহিদুর রহমান। ৎঅভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।
বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস প্রধান উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ জানান, এ ধরনের অভিযান চলমান থাকবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ