রাজধানীর দক্ষিণখানে সহকর্মীর মারধরে মো. সজিব (১৭) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, সহকর্মীর কিলঘুষি লাথিতে ছেলেটি মারা গেছেন। মরদেহ ঢামেক মর্গে রয়েছে। আমরা সেখানে টিম পাঠিয়েছি। এদিকে হত্যাকারীকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছি। আশা করছি তাকে গ্রেফতার করতে সক্ষম হবো।
নিহত ব্যক্তি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার ডাঙ্গেরগাও গ্রামের শাহেদ আলীর ছেলে। বর্তমানে দক্ষিণখান মুন্সি মার্কেট এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো।
দক্ষিণখান এলাকার ৪ নম্বর সেক্টর, ২ নম্বর রোডের একটি পোশাক তৈরির ছোটখাটো কারখানার শ্রমিক ছিল সে। দুই বছর যাবৎ কাজ করতো সেখানে।
জানা গেছে, গত রাতে সজিবের কয়েকজন সহকর্মী তাকে ফোন করে ডেকেছিল। কিন্তু সে যায়নি। আজ সকাল ৯টার দিকে সে কর্মস্থলের উদ্দেশে যায়। বটতলা গার্মেন্টসের সামনে যাওয়া মাত্রই তার সহকর্মী মাহিন তাকে পথরোধ করে কথা-কাটাকাটি করে। একপর্যায়ে কিলঘুষি মারতে শুরু করে। পরে অন্যান্য সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সংবাদ শুনে তার স্বজনরা ওই হাসপাতালে যান। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অভিহিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই