ডামি নির্বাচনের মাধ্যমে সরকার আন্তর্জাতিক মহলে নিজেদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘সারা বিশ্ব জানে মানুষ ভোট দিতে যায়নি। বলা যায় আমরা রাজনৈতিকভাবে পরাজিত হইনি। কিন্তু আমরা যে জিতেছি তাও তো বলার অবকাশ নেই। কারণ আমরা সরকার হটাতে পারিনি। আমরা যেরকম নির্বাচন চাইছিলাম সেরকম নির্বাচন নিতে পারিনি। এই অবস্থাটাকে কি বলা যায়? আমরাও জিতিনি, তারাও জিতেনি ‘
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং এখন’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। মান্না আরও বলেন, ‘এবারের আন্দোলনে সরকারি দল এবং বিরোধী দলের বাইরেও তৃতীয় আরেকটি পক্ষ যুক্ত হয়েছে, সেটা হলো আন্তর্জাতিক মহল। অতীতে আন্তর্জাতিক মহলের এই ধরনের ইনভলবমেন্ট আমরা দেখিনি।’
তিনি আরও বলেনন, ‘বছর দুই থেকেই পশ্চিমা গণতান্ত্রিক মহল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার বন্ধুপ্রতিম ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা এমনভাবে কথাবার্তা বলেছে এবং বার বার বাংলাদেশ সফর করেছে যাতে করে দেশের মানুষ মনে করেছে তারা একটা বিরাট ভূমিকা পালন করবে। ডামি নির্বাচন করতে গিয়ে সরকার নিজেদের রাজনৈতিক চরিত্র ধ্বংস করেছে, সংগঠন বিধ্বস্ত হয়েছে, আন্তর্জাতিক মহলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে।’
বিডি-প্রতিদিন/শফিক