বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ডামি নির্বাচনের সংসদ দিয়ে সরকারের আয়ু বাড়ানো যাবে না। তিনি দাবি করেছেন, ভারতের মদদে যে সরকার ডামি নির্বাচন করে ক্ষমতায় টিকে আছে, ওবায়দুল কাদেরের বক্তব্যে তার স্বীকৃতি মিলেছে। জবরদস্তি করে ক্ষমতায় থাকতে গিয়ে সরকার দেশকে পরাশক্তিসমূহের লীলাক্ষেত্রে পরিণত করেছে।
সোমবার সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে সাইফুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের সকল বিরোধী দল গেল ৭ জানুয়ারির পাতানো ডামি নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের যে ডাক দিয়েছিল, দেশের মানুষ অভূতপূর্ব স্বতস্ফুর্ততায় তাতে সাড়া দিয়ে সরকার, সরকারি দল ও নির্বাচন নামক তামাশার নজিরবিহীন গণঅনাস্থা প্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের অবশিষ্ট গণতান্ত্রিক কাঠামো পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তারা আবারও একদলীয় শাসন জোরদার করতে তৎপর রয়েছে। জবরদস্তি করে ক্ষমতায় থাকতে তারা গোটা রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথও তারা বন্ধ করে দিয়েছে; এভাবে দেশকে তারা অকার্যকরী করে তুলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক জামাল সিকদার, মো. স্বাধীন মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত