বরিশাল সিটি করপোরেশনের ২০২৩ সালের নির্বাচনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, আদালত জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। গতকাল বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা রায় পেয়েছে, তারাও তো ফ্যাসিস্টের সময় নির্বাচনের রায় পেয়েছে। আদালত তার পক্ষে রায় দিলে, নির্বাচন যে প্রহসনমূলক হয়েছে সেটা প্রমাণ হবে। এসময় নির্বাচিত হলে অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন বলে জানান মুফতি ফয়জুল করীম। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বরিশাল সিটি করপোরেশনে মেয়র হিসেবে জনগণ তাকে দেখতে চায়। ওই সময় জনগণ আশা করেছিল একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। ইভিএমের মাধ্যমে যে ভোট হয়েছিল, বিভিন্ন রিপোর্টের মাধ্যমে তথ্য পেয়েছেন- সেখানে আগে থেকেই ৩০ ভাগ ভোট গ্রহণ করা ছিল। বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে ভোট দিয়েছে। এমনকি প্রার্থী হিসেবে তার ওপর হামলা করতেও পিছপা হয়নি। পুলিশ কমিশনার ও এখানকার নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, আমরা তাদের কাছে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু তারা রিসিভ কপিটা পর্যন্ত আমাদের দেননি।