রংপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হয়।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে লালমনিরহাট সদর সাপটানার অরুন কুমার রায়ের স্ত্রী উত্তমা রায়, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের তসলিম উদ্দিনের মেয়ে তানজিনা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে দিনাজপুর বিরামপুরের বেলডাঙ্গা গ্রামের জলপা মুর্মু’র স্ত্রী শান্তি মুুর্মু, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে ঠাকুরগাঁও সদরের মতলেব মিয়ার মেয়ে জয়গুন নেছা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন নারী ক্যাটাগরিতে নীলফামারী সদরের লালচাঁন দাসের মেয়ে ছবি রানী’র হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল হক, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক জাকিয়া আফরোজ। অনুষ্ঠানে রংপুর বিভাগের ৮ জেলার ৪০ জন জয়িতা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই