নারায়ণগঞ্জ শহরের যানজট ও হকার সমস্যা দূরীকরণে গোল টেবিল বৈঠক করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি।
শনিবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে তাদের ভবনের নিজস্ব মিলনায়তনে এ গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আমির খসরু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন সাগর, নারায়ণগঞ্জ বিআরটিএর সহকারি পরিচালক শামসুল কবীর।
এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু। বৈঠকে নারায়ণগঞ্জ যানটজ সমস্যায় হকার নিয়ে একটি ভিডিও ডুকমেন্টরি উপস্থিত সকলের সামনে উপস্থাপন করা হয়।
এদিকে নারায়ণগঞ্জের সমস্যা সমাধানে এই প্রথমবার শামীম ওসমান ও আইভী এক টেবিলে বসাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। বৈঠকে সিটি মেয়র আইভীকে মধ্যে বসতে দিয়ে দুপাশে বসেছিলেন এমপি শামীম ওসমান ও তার বড় ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ব্যবসায়ী সংগঠন বিকেএমই-এ সভাপতি সেলিম ওসমান। পাশাপাশি বসে থাকা এমপি শামীম ওসমান ও সিটি মেয়র আইভীকে বৈঠকের ফাঁকে ফাঁকে ৫-৬ বার আলাপচারিতা মেতে উঠতে দেখা গেছে। বৈঠক শেষে সিদ্ধান্ত হয় যে, আজ রবিবার থেকেই নারায়ণগঞ্জে হকার যানজট সমস্যা সমাধানে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
বেঠকে এমপি শামীম ওসমান প্রশাসনকে উদ্দেশ্যে করে বলেন, ভালো কাজ আমরা সবাই মিলে করবো। পুরো শহর হকার মুক্ত করুন। কবে করবেন জানান। মেয়র আবেদন করলে পুলিশ ও ম্যাজিস্ট্রেট দিবে। বিআরটিএ'র পারমিশন ছাড়া কোনো গাড়ি চলতে দেওয়া উচিত না। তাহলে আপনার দরকার কী। আপনি আইনের রক্ষক, ভক্ষক হবেন কেন। আমার মনে হয় বাস মালিক সমিতির সদস্যরা প্রতিষ্ঠিত। আমিও বাসের ব্যবসা করি। আমি শীতল বাস রাখার জন্য জায়গা ভাড়া নিয়েছি গাড়ি রাখতে। আমাদের অনেক টাকা ভাড়া গুনতে হবে। আমি ভাড়া করা জায়গায় গাড়ি রাখি আর অন্য কেউ রাস্তায় গাড়ি রাখবে এটা আপনাদের দেখা উচিত। বিআরটিএ প্রয়েজনের অতিরিক্ত গাড়ির পারমিশন দেবে না। আর সেক্ষেত্রে আমাদের নারায়ণগঞ্জের পরিবহন ব্যবসায়ীদের আগে মূল্যায়ন করা উচিত।
সমাধানের পথ বাতলে দিয়ে তিনি আরও বলেন, সমস্যার সমাধান করতে হলে আমাদের সকলকে কাজ করতে হবে। আমার তরফ থেকে কোনো বাধা আসবে না। এটা সবার জন্য হতে হবে। মীর জুমলা সড়ক বন্ধ। হাইস্কুলের সড়কটা খালি থাকলে সেটা মীর জুমলা সড়ক হয়ে বাসস্ট্যান্ডে চলে যাবে। ছোট একটা সড়কে ১৬ বার ট্রেন চললে পুলিশ কেন ফেরেশতাদের জন্যেও যানজট কমানো সম্ভব না। আমরা রেল মন্ত্রণালয়ে গিয়ে বলতে পারি ট্রেন চাষাঢ়ায় থামুক। শুধু ইঞ্জিন ঘুরিয়ে নিয়ে আসুন। এতে বেশি সময় লাগবে না। আমরা ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক থেকে ফ্লাইওভার দিয়ে এখানে টাচ করিয়ে দিতে পারি। তাহলে সড়কে গাড়ি চলছে এটা টেরই পাবেন না।
মেয়র সেলিনা হায়াত আইভি প্রশাসনকে উদ্দেশ্যে করে বলেন, বঙ্গবন্ধু সড়কে হকার সরানোর জন্য ২০০৩ সাল থেকে বলছি। আমরা ৬০০ হকারকে পুনর্বাসন করেছি। এসপির আরও দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। প্রশাসনের এত বড় কর্মকর্তা হয়ে তিনি কীভাবে বলেন হকার উচ্ছেদ করা যাবে না। এসপি এ কথা বললে হকার কীভাবে উঠবে বলেন।
তিনি আরও বলেন, আমরা কী একমত হতে পারি নারায়ণগঞ্জে মৌমিতা গাড়ি শহরের যানজট রক্ষার্থে ঢুকতে দেব না? আমার দুই পাশে দুই বড় ভাই (এমপি শামীম ওসমান ও এমপি সেলিম ওসমান) আছে। আমাদের বাসই তো চলে না। তাহলে কেন বাইরে থেকে এসে প্রতাপের সাথে চাষাঢ়ায় মৌমিতা বাস রেখে দেবে। আপনারা কন্ট্রোল করেছেন তখন যানজট ছিল না। রোজার সময় কন্ট্রোল করে ফেলেন। আমরা আমাদের কাজ সঠিকভাবে করলে কোনো সমস্যা থাকে না। ট্রাফিক তো সিটি করপোরেশন বা এমপির ওপর দোষ চাপাতে পারে না। আপনাদের কাছে চিঠি দেয়া আছে বৈধ বা অবৈধ স্ট্যান্ডের। একটাও কী ব্যবস্থা নেয়া হয়েছে?
তিনি বলেন, আমাদের (শামীম ওসমান ও আইভী) লাগালাগি নিয়ে অনেকে সুযোগ নিয়েছে। কিন্তু আমরা এখন এসব সমস্যা সমাধানে একমত হয়েছি। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে। আমরা ঝগড়া করব। অনেক কিছুই করব। কিন্তু আপানার প্রশাসন অবশ্যই আইনের কাজটা করবেন।
নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জ শহরের হাইস্কুল ও নারায়ণগঞ্জ কলেজে ১৫ হাজার শিক্ষার্থী। তাদের জান বের হয়ে যায় পরীক্ষা থাকলে। আমরা বাস কিনে দিয়েছে। কিন্তু কলেজ গেইটে বাস কোথা দিয়ে যাবে। কেন এই রাস্তা বারবার উচ্ছেদ করার পরেও কাঁচাবাজার বসে সেখানে। এগুলে শক্ত হাতে প্রতিহত করতে পারলে বসবো, নয়ত আমরা বসবো না। আমরা একসাথে বসবো স্বেচ্ছাসেবী নেব। আগামী এক বছরের মধ্যে আমরা নারায়ণগঞ্জে কোন সমস্যা রাখবো না। আমার মেয়র আইভিকে নিয়ে আমার ছোট ভাই শামীম ওসমানকে নিয়ে আমরা এটা করবো। শামীম ওসমানকে আমরা শক্তি হিসেবে কাজে লাগাবো। আমরা প্ল্যানিং করে দেব শামীম ওসমান আপনার কর্মী চাই।
নারায়ণগঞ্জ জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমীর খসরু বলেন, আপনারা জনপ্রতিনিধিরা আমাদের পাশে থাকেন। আমরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে সকল হকার ও যানজটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
বৈঠকের শেষ প্রান্তে আলোচনার সিদ্ধান্ত জানিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক বলেছেন, আমি সাহস পাচ্ছি আমাদের সংসদ সদস্যরা সবাই সুন্দর নারায়ণগঞ্জ চাচ্ছেন। আমি প্রকাশ্যে ঘোষণা করছি, আগামীকাল থেকে আমি গাড়ি ডাম্পিংয়ে দেয়া শুরু করবো। আগামীকাল থেকে রুট পারমিট ছাড়া গাড়ি দেখলেই ডাম্পিংয়ে দিয়ে দেব। রুট পারমিট ছাড়া কোন গাড়ি নারায়ণগঞ্জে ঢুকবে না।
তিনি বলেন, বিআরটিএ'র আমি কমিটি করে দিয়েছি। আমরা জনপ্রতিনিধিদের দিকে তাকিয়ে ছিলাম। আমি খুবই আশান্বিত। আমরা কাল (রবিবার) থেকে অভিযান পরিচালনা করবো অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করার জন্য। চাষাঢ়া থেকে টার্মিনালের রেললাইন বন্ধ করার জন্য আমরা চিঠি দেব, আমি এমপি শামীম ওসমানকে অনুরোধ করবো এটা মন্ত্রী সাহেবকে বলে দেয়ার জন্য। চাষাঢ়া থেকে ঢাকায় যাওয়ার রাস্তাটায় আমরা দ্রুত কাজ শুরু করবো। এ কাজ শুরু হয়ে গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত/হিমেল