নিপ্পন টেলিভিশন ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা নিউ ইস্কাটনের বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআই’র পরিচালক ইঞ্জিনিয়ার মো. মোহাব্বত উল্লাহ আর নেই।
সোমবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ তথ্য নিশ্চিত করে মোহাব্বত উল্লাহ’র ছোট মেয়ে নিশা জানান, ব্যাংককের সামিটিজ হাসপাতালে রাত সোয়া ১২টার দিকে মারা যান তিনি। আগামীকাল বুধবার সকাল ৯টায় গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জন্মস্থান লক্ষ্মীপুরে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত