ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অধীন এলাকায় বায়ুদূষণ ও তাপমাত্রা বৃদ্ধির কারণ বের করতে গবেষণার উদ্যোগ নেওয়া হচ্ছে। গবেষণার মাধ্যমে এর প্রতিকার খুঁজে বের করতে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ডিএনসিসি।
এই সংস্থা তিনটি হলো বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ঢাকা নর্থ কমিউনিটি টাউন ফেডারেশন। বৃহস্পতিবার সকালে রাজধানীন গুলশান-২ নগর ভবনের সভাকক্ষে বায়ুদূষণ ও তাপমাত্রা কমাতে গবেষণা কার্যক্রমের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ডিএনসিসি’র তত্ত্বাবধায়নে এই তিনটি প্রতিষ্ঠান আগামী এক বছর ধরে ‘বেজলাইন স্ট্যাডি অন দ্য রোল অব ভেজিটেশন ইন রিডিউসিং টেম্পারেচার অ্যান্ড এয়ার পলিউশন : অ্যা স্ট্যাডি ইন ইনফরমাল সেটেলমেন্ট অব ঢাকা নর্থ সিটি করপোরেশন’ শীর্ষক গবেষণাটি ঢাকা উত্তরের ৫টি এলাকায় পরিচালিত হবে।
বিডি-প্রতিদিন/শফিক