রাজধানীর মোহাম্মদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় বাবার সঙ্গে মোটরসাইকেলে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর ভাই ও মোটরসাইকেল চালক বাবা আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অপর শিশুটির অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তা ময়ূরী ভিলার সামনে এ ঘটনা ঘটে।
দুই শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আব্দুল হাই লিটন। ময়ূরী ভিলার সামনে পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটির উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুলাহ মাহমুদ রিফাত (১১)। আহত বাবা ও মোটরসাইকেলে থাকা অপর শিশু ফাহাদকে (১৪) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ফাহাদের অবস্থা আশঙ্কাজনক।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার (এসআই) শফিউল আলম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পরপরই রাস্তায় থাকা লোকজন কাভার্ডভ্যান চালককে গণপিটুনি দিয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। যতটুকু জানা গেছে, আব্দুল হাই লিটন তার দুই শিশু সন্তানকে মাদ্রাসা বন্ধ হওয়ার কারণে মোটরসাইকেল করে বাসায় নিয়ে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/আরাফাত