সরকারের সদিচ্ছার অভাবে নিত্যপণ্যের দাম নাগালের মধ্য আসছে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদীন ফারুক। শুক্রবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদীন ফারুক বলেন, ‘দ্রব্যমূল্যের ঊধ্বগতির সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে, সরকার এখন বিএনপির ওপর দোষারোপ করছে। ওবায়দুল কাদেরের অভিযোগ আজগুবি।’
এসময় সরকার পতন আন্দোলন নিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, ‘সরকার পরিবর্তনে আরেকটি নির্বাচনের জন্য অপেক্ষা করবে না বিএনপি, রাজপথের আন্দোলনেই ক্ষমতাসীনদের সরানো হবে। নতুন আন্দোলনের কৌশল প্রণয়ন শুরু হয়েছে।’
এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ক্ষমতাসীনদের দুর্নীতি আলিফ লায়লার গল্পকেও হার মানায়। সরকারি পৃষ্ঠপোষকতায় সিন্ডিকেট চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের হাহাকার আড়াল করতে কথার ধূম্রজাল সৃষ্টি করছেন ওবায়দুল কাদের।’
বিডি-প্রতিদিন/শফিক