স্বাধীনতার মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন।
আজ রবিবার পথ শিশুদের নিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ডিভিশনের উপ-পুলিশ কমিশনার ড. হুমায়রা পারভীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ভিএসসি) ইয়াসমীন সাইকা পাশা ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। দিনটিতে ডিভিশন প্রাঙ্গণ মুখর ছিল পথ শিশুদের পদচারণায়।
অনুষ্ঠান শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর পক্ষ থেকে পথশিশুদের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার ড. হুমায়রা পারভীন।
বিডি প্রতিদিন/আরাফাত