পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে গাজীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম। পরে একে একে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জেলা প্রশাসনের উদ্যোগে ভাওয়াল রাজবাড়ী মাঠে দিবসটি উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটা, দিবসটির তাৎপর্য তুলে ধরে রাজবাড়ী মাঠে আলোচনা সভা ও শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, জিএমপির উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান প্রমুখ। বিকেলে শহীদ বরকত স্টেডিয়ামে জেলা প্রশাসন একাদশ ও বীর মুক্তিযোদ্ধা একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি পালনে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অপরদিকে দিবসটি উপলক্ষে রবিবার সকালে গাজীপুর জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো: মোতাহার হোসেন মোল্লা। পরে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার, দুস্থদের সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল