জ্ঞাত আয় বহির্ভূত কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় রংপুর জেলা পরিবার পরিকল্পনা অফিসের সাবেক স্টোরকিপার হামিদুর রহমান মন্ডলকে ৩ বছরের কারাদণ্ড এবং ৭ লাখ ৪০ হাজার ৭৪৫ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে রংপুরের দুর্নীতি দমন বিশেষ আদালতের বিচারক হায়দার আলী এ রায় প্রদান করেন। আসামি আদালতে হাজিরা দিলেও রায় ঘোষণার আগেই আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যান। বিচারক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। আসামি হামিদুর রহমান মন্ডল নওগা জেলার সদর উপজেলার কেশবপুর গ্রামের মৃত নজিবর রহমানের ছেলে। বর্তমানে তিনি রংপুর নগরীর গুড়াতি পাড়ায় বসবাস করছেন।
মামলা সূত্রে জানা গেছে, হামিদুর রহমান মন্ডল রংপুর জেলা পরিবার পরিকল্পনা অফিসের স্টোর কিপার হিসেবে কর্মরত থাকাকালে অবৈধভাবে জ্ঞাত আয়বহির্ভূত নিজের ও স্ত্রীর নামে কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন। রংপুর নগরীতে তার তিন তলা বাড়ি, বেশ কয়েকটি প্লটসহ নওগায় বিপুল পরিমাণ আবাদি জমি ক্রয় করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এ ঘটনায় রংপুর দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে ২০১১ সালে ২৭ জুলাই দুদক আইনে মামলা করেন। পরে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামি হামিদুর রহমান মন্ডলকে ওই সাজা ও জরিমানা করা হয়। জরিমানার অর্থ আগামী ৬০ দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়।
দুদকের পক্ষে মামলা পরিচালনাকারী পিপি হারুন উর রশীদ জানান, আসামি আদালতে হাজিরা দিয়ে আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার আগে আদালত থেকে পালিয়ে যান। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই