ভারত ও বাংলাদেশের জনগণের ভ্রাতৃত্বের সম্পর্ককে আরো জোরদার করতে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার সাভারে বিরুলিয়া বেড়িবাধ সংলগ্ন প্রিয়াঙ্কা শুটিং জোনে এই খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, বাংলাদেশ সরকারের সাবেক সচিব অশোক মাধব রায়, কোষাধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, সম্পাদক মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব এ এস এম সাইফুল্লা, বীর মুক্তিযোদ্ধা ড. এম ডি আসরাফুল ইসলাম, সাইদুল্লা আল মামুন, অ্যাডভোকেট সামসুল হক, ও ইসরাত জাহান পল্লবী।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির সমাজকল্যাণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান সজল।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ