জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে কোরআন খতম, দোয়া, মিলাদ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় ৪০০ জন হাফেজ শিক্ষার্থী ১০৪ বার কোরআন খতম করেন।
সোমবার (১৮ মার্চ) ঢাকার সাভারে আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদরাসা ও এতিমখানায় কোরআন খতম, দোয়া, মিলাদ ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাফেজ শিশুদের পাশাপাশি মসজিদের ইমাম, খতিব ও মোয়াজ্জিনরা অংশগ্রহণ করেন। কোরআন খতম শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন হাফেজ শিশুরা।
এর আগে হাফেজ ৪০০ শিক্ষার্থীর মাঝে বই ও খেলনা সামগ্রী বিতরণ করা হয়। খেলনা সামগ্রীর মধ্যে ক্রিকেট ব্যাট, বল, স্ট্যাম্প, ফুটবলসহ নানা রকম খেলনা ছিলো। খেলনা সামগ্রীর বিতরণ শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বেলুন উঠিয়ে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন উদযাপন করেন।
জহিরুল ইসলাম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মদিনে আমরা ৪০০ হাফেজ ও এতিম শিক্ষার্থীদের মাধ্যমে ১০৪ বার কোরআন খতমের আয়োজন করি। খতম শেষে শিক্ষার্থীদের ইফতার করানো হয়। শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। পাশাপাশি শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া করেন। বঙ্গবন্ধুর জন্মদিনে কোমলমতি হাফেজ শিশুদের নিয়ে কোরআন খতম ও দোয়া আয়োজন করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
বিডি প্রতিদিন/হিমেল