৩ এপ্রিল, ২০২৪ ১৪:২৩

গাজীপুরে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ

গাজীপুরে ‘হার পাওয়ার প্রকল্প’র আওতায় নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে সদর উপজেলার আয়োজনে এসব ল্যাপটপ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুনুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবিদা সুলতানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন, প্রযুক্তির সহায়তা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ৮০ জন নারীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সরকারের ভিশন ২০৪১ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন কার্যক্রমের অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দেশব্যাপী নারীদেরকে তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংসহ উদ্ভাবনীমূলক কর্মক্ষেত্রের ব্যাপ্তি ঘটাতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ করছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর