২৪ মে, ২০২৪ ০০:১৯

মতিঝিল এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকা মেডিকেল প্রতিনিধি

মতিঝিল এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিল এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ৫৫ বছর। তার পরনে ছিল সাদা পায়জামা।

মতিঝিল থানার উপ-পরিদর্শক এসআই অনিল চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে মতিঝিল থানাধীন রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘরের বিপরীত পাশে ফুটপাত ওপর হতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। রাত ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরো বলেন, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। অসুস্থ ও বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মরদেহটি হাসপাতাল মর্গের রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর