গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার মৎস্য অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা বিনতে রশিদ, উপজেলা মৎস্য ডিপ্লোমা কৃষিবিদ মুসলেহউদ্দিন আহম্মদ, মৎস্য অফিসের কম্পিউটার অপারেটর জুয়েল রানা, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান মেহেদীসহ বিভিন্ন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এমআই