কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান রিমান্ডের এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া দুজন হলেন ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থী তাওহীদ ইবনুল বদর সাফওয়ান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিব।
গতকাল তাদের আটক করা হয়। মঙ্গলবার তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
একই মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বিডি প্রতিদিন/জুনাইদ