ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে রাব্বী ওরফে নুরুজ্জামান (২২) নামে এক কারাবন্দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে রক্তাক্ত অবস্থায় কারারক্ষীরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক ওই বন্দিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কোনো কারারক্ষীর কাছ থেকে তথ্য পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া হাসপাতালে কারাবন্দির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।বিডি প্রতিদিন/আরাফাত