দক্ষিণ যাত্রাবাড়ী খালপাড় এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে অভিমান করে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম সাগর শেখ (১৯)। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সাগর মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বিক্রমপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে। দক্ষিণ যাত্রাবাড়ী জেলেপাড়া খালপাড় টিনশেড ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি।
নিহতের বাবা নুর ইসলাম শেখ বলেন, ছেলে নেশা করতো, ঠিকমতো কাজ করতো না। বুধবার রাতে ছেলে তার স্ত্রী সুমাইয়া বেগমকে মারপিট করে বাসা থেকে বের করে দেয়। এরপর সে বাসায় একাই ছিল। বৃহস্পতিবার দুপুরে বাসার ভাড়াটিয়ারা তার কোনও সাড়াশব্দ না পেয়ে আমাকে খবর দেয়। পরে সেখান গিয়ে দেখি সিলিংয়ের রডের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে সে। সেখান থেকে তাকে উদ্ধার করে বিকাল সোয়া পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মরদেহ হাসপাতারের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ